প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2025 ইং
আইনের জালে অবশেষে ডলার – যশোরে গ্রেপ্তার ২৪ মামলার আসামি

যশোর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ইব্রাহিম হোসেন ডলারকে ২৪ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।শহরের রেলগেট এলাকা থেকে সোমবার (২৩ জুন) রাত দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডলার যশোর শহরের ষষ্ঠীতলার বাচ্চু মিয়ার ছেলে।
ডিবি জানায়,ডলারের বিরুদ্ধে যশোর সহ বিভিন্ন থানায় খুন,অস্ত্র, বিস্ফোরক, মাদক ও দ্রুত বিচার আইনে মোট ২৪ টি মামলা রয়েছে।
এর মধ্যে ৫ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তার জারি ছিল।দীর্ঘদিন ধরে ডলার এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল।আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এস, এম, এফ মিডিয়া গ্রুপ